শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

দুই কোরিয়ার আলোচনা ঝুলে আছে

কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমাতে শান্তি আলোচনায় বসার জন্য উত্তর কোরিয়ার সাড়া দেওয়ার অপেক্ষায় আছে দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনায় বসতে সিউল যে প্রস্তাব দিয়েছিল এ জন্য আজই একটি আলোচনা হওয়ার কথা। কিন্তু গতকাল বিকাল পর্যন্ত কোনো সাড়া দেয়নি পিয়ংইয়ং।  দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুন সাং গুন নামে এক মুখপাত্র গতকাল সিউলে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন। চলতি বছর উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা চরমে রয়েছে। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জা ইন এ উত্তেজনা কমাতে চলতি মাসের শুরুতে দেশটির সঙ্গে মিলিটারি পর্যায়ে আলোচনার প্রস্তাব দেন। সিএনএন।

সর্বশেষ খবর