শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফিলিস্তিনি-ইসরায়েলি সংঘর্ষে রণক্ষেত্র জেরুজালেম, নিহত ৩

ফিলিস্তিনি-ইসরায়েলি সংঘর্ষে

রণক্ষেত্র জেরুজালেম, নিহত ৩

জুমার নামাজ পড়তে আসা ফিলিস্তিনি ও ইসরায়েলি পুলিশের মধ্যকার সংঘর্ষে জেরুজালেমের ওল্ড সিটির আল আকসা মসজিদ এলাকা গতকাল রণক্ষেত্রে পরিণত হয়। জুমার নামাজ ঘিরে আল আকসা মসজিদ এলাকায় অপেক্ষাকৃত তরুণ ফিলিস্তিনেদের মসজিদে প্রবেশে ঠেকাতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয় ইসরায়েলি পুলিশ। তবে এসব ব্যবস্থা ভেঙে আল আকসা মসজিদের বাইরে নামাজ পড়তে চাইলে এক পর্যায়ে মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। মুসল্লিদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে। সংঘর্ষ চলাকালে পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় গতকাল এ কথা জানিয়েছে। এছাড়া আটক হয়েছেন ১০ ফিলিস্তিনি। স্থানীয় একটি মানবাধিবার সংগঠনের বরাতে এপি এ কথা জানিয়েছে।  গত সপ্তাহে আল আকসা মসজিদের বাইরে বন্দুকধারীদের গুলিতে দেশটির দুজন পুলিশ কর্মকর্তা নিহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মসজিদটি দুই দিন বন্ধ রেখেছিল ইসরায়েল কর্তৃপক্ষ। তবে মসজিদ কম্পাউন্ডে মুসল্লিদের প্রবেশে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করে দেশটি। এরই জেরে সেখানে গত এক সপ্তাহ ফিলিস্তিনি ও ইসরায়েলি নিরাপত্তাবাহিনীর মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছিল। গতকাল এ সংঘর্ষ প্রকট আকার ধারণ করে। জেরুজালেমের মুফতি ও ওয়াকফ’র নেতারা শহরটি ও এর আশপাশের এলাকার মসজিদের ইমামদের আহ্বান জানিয়েছিলেন, নিজ নিজ এলাকার মসজিদে না পড়ে তা যেন তারা আল আকসা মসজিদের বাইরে গতকালের জুমার নামাজ আদায় করেন। ইসলামী জিহাদ গ্রুপ, হামাসসহ স্থানীয় কয়েকটি ফিলিস্তিনি গোষ্ঠীও এতে সাড়া দেন। ফলে হাজার হাজার ফিলিস্তিনি আল আকসার মসজিদের বাইরে জুমার নামাজ আদায়ের জন্য জড়ো হন। পুুলিশি বাধা ডিঙিয়ে সেখানে নামাজ পড়তে চাইলে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ  হয়। এপির খবরে বলা হয়, গতকাল আল আকসা মসজিদ সংলগ্ন ওল্ড সিটিজুড়ে তিন হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। আর পশ্চিম তীরেও কয়েক হাজার অতিরিক্ত সেনাসদস্য মোতায়েন করেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ফিলিস্তিনিদের দাবি, প্রবেশে কড়াকড়ি আরোপের নামে মুসলিম বিশ্বের নিকট পবিত্র এই স্থানটিতে ইসরায়েল তাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে চায়। এপি, রাশিয়া টুডে।

সর্বশেষ খবর