শিরোনাম
শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

চীন-ভারত আলোচনার পরামর্শ যুক্তরাষ্ট্রের

সিকিম অচলাবস্থা

সিকিম সেক্টরে ভারত ও চীনের মধ্যকার অচলাবস্থার প্রতি যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ ও গভীরভাবে নজর রাখছে। এ অচলবস্থার শান্তিপূর্ণ সমাধানের জন্য দেশ দুটিকে সরাসরি আলোচনায় বসারও আহ্বান জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেথার নয়েখত গতকাল ওয়াশিংটনে সাংবাদিকদের একথা জানিয়েছেন। সিকিমের দোকলাম এলাকার বিতর্কিত একটি জায়গার মালিকানা নিয়ে গত ৫ জুন থেকে সেখানে চীন ও ভারতের সেনারা মুখোমুখি অবস্থানে রয়েছে। সিকিম সেক্টরের অবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেথার নয়েখত বলেন, ‘আমরা এ অবস্থা খুব ঘনিষ্ঠভাবে ও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। চীন ও ভারত ওই অচলাবস্থা নিয়ে আলোচনা করতে যাচ্ছে বলেও দাবি করেন ওই মুখপাত্র।  পিটিআই।

সর্বশেষ খবর