শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

দায়িত্ব পালনে অবিচল মার্কিন অ্যাটর্নি জেনারেল

মাসদুয়েক আগে জেফ সেশন্সকে মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দুদিন আগে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে নিজের নিয়োগ দেওয়া অ্যাটর্নি জেনারেল নিয়ে নেতিবাচক মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে প্রেসিডেন্টের সেই মন্তব্যকে উপেক্ষা করে নিজের প্রতি অবিচল থেকে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছেন জেফ সেশন্স। ট্রাম্প প্রেসিডেন্ট নিয়োগ পাওয়ার পর সবচেয়ে অস্বস্তিতে পড়েছেন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে। আর এ তদন্ত নিয়ে সেশন্সের সমালোচনা করে ট্রাম্প বলেছেন, সেশন্স যে রাশিয়া কানেকশন তদন্ত থেকে নিজেকে গুটিয়ে নেবেন এটা জানলে তার বদলে অন্য কাউকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিতেন তিনি। ট্রাম্পের ওই মন্তব্যের জের ধরে বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এই কাজটাকে ভালোবাসি। আমরা এই বিভাগটাকে (বিচার বিভাগ) ভালোবাসি। আর আমি যতদিন ঠিক মনে হয় ততদিন দায়িত্ব পালন অব্যাহত রাখার পরিকল্পনা করছি।’ সিএনএন।

সর্বশেষ খবর