শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা
কাশ্মীর ইস্যু

‘সংকট সমাধানে তৃতীয় পক্ষের দরকার নেই’

কাশ্মীরসহ ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ের সমাধানের জন্য তৃতীয় কোনো পক্ষের দরকার নেই বলে জানিয়েছেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। কাশ্মীর সমস্যার সমাধানে প্রতিবেশী দুই দেশ চীন ও পাকিস্তানের সঙ্গে আলোচনার দরকার রয়েছে বিভিন্ন মহল থেকে সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে এ মন্তব্য করেন রাহুল। সেইসঙ্গে ভারত ও কাশ্মীর একে অপরের নিরবচ্ছিন্ন অংশ বলেও দৃঢ়তার সঙ্গে জানান তিনি। গতকাল নয়াদিল্লিতে রাহুল গান্ধী এসব কথা বলেন। কাশ্মীর নিয়ে নরেন্দ্র মোদি সরকারের নীতিরও সমালোচনা করেন রাহুল। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর