রবিবার, ২৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফিলিস্তিন ও ইসরায়েলের উত্তেজনা ক্রমেই বাড়ছে

জেরুজালেমের আল আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জেরে ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। শুক্রবার পূর্ব জেরুজালেমের ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়েছিল। এর বদলা হিসেবে একই দিন পশ্চিম তীরে ইসরায়েলের এক বাড়িতে ঘুরে তিন বেসামরিক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করে এক দুর্বৃত্ত। পশ্চিম তীরের রামাল্লার নিকটে এ ঘটনা ঘটে বলে ইসরায়েলি পুলিশ জানিয়েছে। পরে ইসরায়েলির সেনাদের গুলিতে ওই হামলাকারীও আহত হয়েছে। হামলাকারী ওমর আল আবেদ নামে এক ফিলিস্তিনি তরুণ বলে সেনাবাহিনী জানিয়েছে। তাকে গ্রেফতারও করা হয়েছে তবে তার সর্বশেষ অবস্থা কী তা জানা যায়নি। উভয়পক্ষের মধ্যকার হামলা-পাল্টা হামলায় ক্রমেই প্রাণহানি ও সংঘর্ষের ঘটনা যেভাবে বাড়ছে তাকে ইসরায়েল-ফিলিস্তিন সংকট ঘনীভূত হচ্ছে বলেই মনে হচ্ছে। এদিকে, একই ইস্যুতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের সঙ্গে সবরকম যোগাযোগ বন্ধ করে দিয়েছি। বিবিসি।

সর্বশেষ খবর