রবিবার, ২৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা
সিকিমে অচলাবস্থা

সরাসরি সংলাপের আহ্বান পেন্টাগনের

সিকিম সেক্টরের দোকলামে সীমান্ত ইস্যুতে বিদ্যমান উত্তেজনা হ্রাসে চীন ও  ভারতকে সরাসরি আলোচনার বসায় আহ্বান জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। সংলাপ হুমকি-ধামকিমুক্ত পরিবেশে হওয়া উচিত বলেও তাদের মত। পেন্টাগনের মুখপাত্র গেরি রস ওয়াশিংটনে স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের একথা জানিয়েছেন। পেন্টাগনের ওই মুখপাত্র বলেন, ‘উত্তেজনা হ্রাসের লক্ষ্যে সরাসরি সংলাপে বসতে আমরা চীন ও ভারতকে উৎসাহ দিচ্ছি।’ তবে এ ইস্যুতে তার দেশের কারও পক্ষাবলম্বনের কথা নাকচ করে দেন তিনি। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর