মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রুশ আঁতাতের কথা নাকচ ট্রাম্পজামাতার

রুশ আঁতাতের কথা নাকচ ট্রাম্পজামাতার

ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে শ্বশুড় ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত করতে রাশিয়ার সঙ্গে যোগসাজশের অভিযোগ নাকচ করে দিলেন জ্যারেড কুশনার (৩৬)। এমনকি ট্রাম্পের নির্বাচনী শিবিরের কেউই রুশ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আঁতাত করেননি বলে দাবি করেন তিনি। তবে স্বীকার করেছেন নির্বাচনের প্রচারাভিযানের সময় তিনি রুশ কর্মকর্তাদের সঙ্গে চারবার যোগাযোগ করেছিলেন। সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে হাজির হওয়ার আগে গতকাল গণমাধ্যমে দেওয়া ১১ পৃষ্ঠার এক বিবৃতিতে এসব কথা বলেন ট্রাম্পজামাতা কুশনার। যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের তদন্ত করছে পার্লামেন্টের উভয়কক্ষের (সিনেট ও প্রতিনিধি পরিষদ) ইন্টেলিজেন্স কমিটি এবং এফবিআইয়ের সাবেক প্রধান মাইকেল মুলারের নেতৃত্বাধীন একটি বিশেষ কাউন্সেলর। ওই ইস্যুতে গতকাল সিনেট ইন্টেলিজেন্স কমিটির সদস্যদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে কুশনারের। বিবৃতিতে কুশনার বলেন, ‘আমি কোনো বিদেশি সরকারের সঙ্গে আঁতাত করিনি;  শিবিরের (ট্রাম্প) অন্য কেউ এমনটি করেছে এদের কারও ব্যাপারেও আমি অবগত নই।’ ট্রাম্প টাওয়ারে গত বছরের ৯ জুন রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিত্স্কায়ার সঙ্গে ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়রের বৈঠকে নিজের উপস্থিতি নিয়েও কথা বলেছেন কুশনার। বৈঠকের একবারে শেষ দিকে সেখানে উপস্থিত হয়ে মাত্র ১০ মিনিটের মতো অবস্থান করেছিলেন তিনি। তবে রুশ ওই আইনজীবীর সঙ্গে সাক্ষােক কুশনার স্রেফ ‘সময়ের অপচয়’ হিসেবে বর্ণনা করেছেন। বিবিসি, রাশিয়া টুডে

সর্বশেষ খবর