মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আজ শপথ নিচ্ছেন রামনাথ কোবিন্দ

দীপক দেবনাথ, কলকাতা

আজ শপথ নিচ্ছেন রামনাথ কোবিন্দ

আজ ভারতের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন রামনাথ কোবিন্দ (৭১)। সংসদের সেন্ট্রাল হলে কোবিন্দকে শপথ বাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জগদীশ সিং খেহর। বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্থলাভিষিক্ত হবেন কোবিন্দ। সাবেক রাষ্ট্রপতি কে. আর. নারায়ণনের পর কোবিন্দ হলেন দ্বিতীয় দলিত নেতা, যিনি ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে চলেছেন। ২০ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনে ৬৫.৬৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হন এনডিএ শিবিরের প্রার্থী কোবিন্দ। কোবিন্দের বিরোধী প্রার্থী ছিলেন কংগ্রেসসহ বিরোধীদলীয় জোটের প্রার্থী মীরা কুমার। নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রস্তুত রাইসিনা হিলস। সরকারি বাসভবন থেকে রাষ্ট্রপতির ভবনের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিশেষ সম্মানের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে নিয়ে আসা হবে কোবিন্দকে। যদিও তার আগে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে পারেন কোবিন্দ। এরপর ওই গাড়িতে করেই ভাবী রাষ্ট্রপতি ও বিদায়ী রাষ্ট্রপতি দুজনেই সংসদ ভবনের মূল ফটকে নামবেন। সেখানে ভাবী রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন দেশটির উপরাষ্ট্রপতি হামিদ আনসারি (তিনি রাজ্যসভার চেয়ারম্যানও) এবং লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। এরপর লাল গালিচায় পায়ে হেঁটে প্রবেশ করবেন সংসদের সেন্ট্রাল হলে, সেখানেই হবে শপথ গ্রহণের মূল অনুষ্ঠান। শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য সদস্যরা, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীসহ অন্য রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্ব।

সর্বশেষ খবর