বুধবার, ২৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এরদোগানের কূটনৈতিক মিশন ‘ব্যর্থ’

কাতার সংকট নিরসনের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান যে কূটনৈতিক মিশন নিয়েছিলেন তা ব্যর্থ হয়েছে। সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশ ও কাতারের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের জন্য তিনি কুয়েত, সৌদি আরব ও কাতার সফর করেন। গত পরশু সফরের শেষ পর্যায়ে এরদোগান কাতারের রাজধানী দোহা পৌঁছান। সেখানে তিনি দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে বৈঠক করেন। তবে বিশ্লেষকদের মত, এরদোগান কীভাবে চলমান সংকটের সমাধান করতে চান তা পরিষ্কার নয়। কারণ তিনি নিজেই সরাসরি কাতারের পক্ষ নিয়েছেন। এ কারণে এরদোগানকে সৌদি জোট বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণ করবে বলে মনে হয় না।

সর্বশেষ খবর