বুধবার, ২৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তানকে বিশ্বাসঘাতক বলল যুক্তরাষ্ট্র

সম্প্রতি পাকিন্তানকে সামরিক সাহায্য ও প্রতিরক্ষা খাতে অর্থ সাহায্য বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন ও ট্রাম্প প্রশাসন। এবার পাকিস্তানকে বিশ্বাসঘাতক বলল যুক্তরাষ্ট্র। দেশটির কংগ্রেসের প্রভাবশালী সদস্য ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির অন্যতম প্রধান টেড পো মন্তব্য করেছেন, পাকিস্তান এমন একটি দেশ, যারা পেছন থেকে ছুরি মারে। দীর্ঘদিনের মিত্র পাকিস্তানকে ‘বেনেডিক্ট আর্নল্ড অ্যালায়ি’ (বাংলা প্রবচনে মীরজাফর) বলে আখ্যা দিয়েছেন তিনি। দেশটিতে প্রদেয় ৩৫ কোটি ডলারের সামরিক সহায়তা আটকে দেওয়ার যে সিদ্ধান্ত প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস নিয়েছেন, এক টুইট বার্তায় সেই সিদ্ধান্তের প্রশংসাও করেছেন তিনি। পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র। কিন্তু সম্প্রতি চীনের প্রতি বেশি ঝুঁকে পড়ে পাকিস্তান— বিষয়টি ভালোভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। এই অবস্থায় টেড পো পাকিস্তান সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা হাল্কাভাবে নেওয়ার মতো নয়। চলতি মাসেই মার্কিন কংগ্রেসে পেশ করা রিপোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন জানিয়েছিল, পাকিস্তান ‘সন্ত্রাসবাদীদের নিরাপদ স্বর্গ’। এএফপি।

সর্বশেষ খবর