বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্পের আপত্তি সত্ত্বেও রাশিয়ার বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা

ট্রাম্পের আপত্তি সত্ত্বেও রাশিয়ার বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। আর এই নিষেধাজ্ঞার পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। তবে এই বিলে  আপত্তি ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু এ আপত্তি আমলে নেয়নি প্রতিনিধিরা। অবশ্য চূড়ান্ত অনুমোদনের জন্য ট্রাম্পের কাছেই যাবে বিলটি। মঙ্গলবার ৪১৯ জন সদস্যের ভোটে পাস হয় বিলটি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সম্পৃক্ততায় যারা জড়িত ছিলেন, তাদের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর হবে। এছাড়া বিলটিতে রাশিয়ার তেল ও গ্যাস প্রকল্পের ওপর নতুন করে অবরোধ আরোপের প্রস্তাব করা হয়েছে। রাশিয়ার পাশাপাশি ইরান ও উত্তর কোরিয়ার ওপরেও নিষেধাজ্ঞা দিতে ভোট দিয়েছে প্রতিনিধি পরিষদের সদস্যরা। এই নিষেধাজ্ঞার প্রবল আপত্তি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ প্রেসিডেন্ট জেন ক্লাউড বলেছেন, নতুন এই নিষেধাজ্ঞা চরম অশান্তির সৃষ্টি করতে পারে। ইইউ এ ধরনের কার্যক্রম সমর্থন করে না বলেও তিনি বলেন। রাশিয়া এই নতুন নিষেধাজ্ঞায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। দেশটি বলেছে, তলানিতে থাকা সম্পর্কের আরও অবনতি ঘটাবে এটি।  প্রতিনিধি পরিষদে বিলটি পাস হওয়ার ফলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রেসিডেন্ট ট্রাম্প যে আশা করছিলেন তা হুমকির মুখে পড়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স এক বিবৃতিতে জানান, ‘প্রেসিডেন্ট যদিও উত্তর কোরিয়া, ইরান ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা সমর্থন করেন; তারপরও হোয়াইট হাউস এই বিলটি পর্যালোচনা করছে।’ আগেই  শোনা গিয়েছিল, ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা বিলে ভেটো দিতে পারেন; তবে তা করলে মস্কোর প্রতি তার দুর্বলতা প্রকাশ পাবে। আর ট্রাম্প কংগ্রেসের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কাজ করছেন, এটিও পরিষ্কার হয়ে যাবে। আর যদি তিনি নিষেধাজ্ঞার পক্ষে থাকেন তাহলে রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের অবনতি হবে। এখন দেখার অপেক্ষা ট্রাম্প কি সিদ্ধান্ত নেন। এর আগে গত ২২ জুলাই রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিলটি মার্কিন সিনেটে পাস হয়। বিবিসি, এএফপি।

সর্বশেষ খবর