বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফ্রান্সে দাবানল, ১০ হাজার লোককে স্থানান্তর

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রভেন্স-আল্পস-কৎ ডাজুর অঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। এর প্রভাবে সেখান থেকে মঙ্গলবার রাতের মধ্যেই ১০ হাজার লোককে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। দাবানল নিয়ন্ত্রণে ফরাসি সরকার প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা চেয়েছেন। সামগ্রিকভাবে প্রায় ৪ হাজার অগ্নিনির্বাপণ কর্মী ও সেনা আগুন নিয়ন্ত্রণে সোমবার থেকে তৎপর রয়েছে। এএফপি এক সরকারি কর্মকর্তার বরাতে গতকাল জানিয়েছে। খবরে বলা হয়, দাবানলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ও কর্সিকা দ্বীপে প্রায় ৪ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র সেন্ট ট্রপেজের নিকটবর্তী একটি এলাকায় দাবানল তার তাণ্ডব চালাচ্ছে। এদিকে, কর্মকর্তারা জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে কমপক্ষে ১২ অগ্নিনির্বাপণ কর্মী আহত হয়েছেন। বিবিসি ।

সর্বশেষ খবর