বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা নারীদের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ অবস্থা

গত বছরের অক্টোবরে মিয়ানমারের রাখাইন রাজ্যের গ্রামগুলোতে তাণ্ডব চালায় দেশটির সেনাবাহিনী। সৈন্যদের অভিযান থেকে বাঁচতে গ্রামের পুরুষেরা সব পালিয়ে গিয়েছিল। ফেলে গিয়েছিল তাদের শিশু সন্তান, নারী আর বৃদ্ধদের। এই নারী আর বৃদ্ধরা তখন গণধর্ষণের শিকার হয়েছিলেন মিয়ানমারের সেনাদের হাতে। এমনই এক গৃহবধূ ছিলেন আয়মার বাগন। বার্তা সংস্থা এএফপি সম্প্রতি একটি সফরে রাখাইন প্রদেশে গিয়ে আয়মার সঙ্গে কথা বলে।

কায়ার গং টং গ্রামের বাসিন্দা এএফপিকে জানায়, সন্তান প্রসবের মাত্র কয়েকদিন আগে তাকে ধর্ষণ করা হয়। আমার তখন নয় মাস চলছিল। তারা জানত আমি গর্ভবতী, কিন্তু তাতেও দমেনি তারা। তিনি আরও বলেন, ওই ঘটনায় তার স্বামীই এখন তাকে দোষারোপ করছে। একারণে সে অন্য এক মহিলাকে বিয়ে করে আরেক গ্রামে গিয়ে থাকছে এখন। মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, মিয়ানমারের সেনাবাহিনী সীমান্তের জাতিগত সংঘাতগুলোতে ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বিবিসি।

সর্বশেষ খবর