শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ওবামাকেয়ার বাতিলে ব্যর্থ ট্রাম্প

ওবামাকেয়ার বাতিলে ব্যর্থ ট্রাম্প

ওবামাকেয়ার বাতিলের প্রস্তাব সিনেটে ভোটাভুটিতে হেরে গেছে। রিপাবলিকানরা সাত বছর ধরে এই প্রস্তাবের বিরোধিতা করে আসছেন। এরপর ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল স্বাস্থ্যসেবা প্রকল্প যা ওবামাকেয়ার নামে পরিচিত তা বাতিলে ওঠেপড়ে লাগেন। বুধবার সেই ওবামাকেয়ার বাতিলের প্রস্তাবে আয়োজিত ভোটাভুটিতে হেরে গেছেন রিপাবলিকান সিনেটররা। ওবামাকেয়ার বাতিলের বিপক্ষে ভোট দেন ৫৫ জন সিনেটর আর পক্ষে ছিলেন ৪৫ জন। ওবামাকেয়ার বাতিলে সিনেটের ভোটাভুটিতে হেরে গিয়ে রিপাবলিকানরা এখন ছোটখাটো সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন বিষয়টি দেশটির হাউস অব রিপ্রেজেনটেটিভদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে মীমাংসা হবে। বুধবার ওবামাকেয়ার বাতিলের বিপক্ষে সিনেটের রায়ের ফলে আগামী দুই বছর তা বহাল থাকছে। এ সময়ের মধ্যে ওবামাকেয়ার বাতিলের জন্য কাজ করার পর্যাপ্ত সময় পাবে কংগ্রেস। ২৪ ঘণ্টার মধ্যে দুইবার সিনেটে ওবামাকেয়ার বাতিলের ভোটাভুটিতে হেরে গেলেন রিপাবলিকানরা।

সিনেটে রিপাবলিকানদের ৫২-৪৮ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও ভোটাভুটিতে হেরে যাওয়ায় দলটির বিভক্তি সামনে এসেছে। বুধবার সাতজন রিপাবলিকান সিনেটর ওবামাকেয়ার বাতিলের বিপক্ষে ভোট দেন। এর আগে মঙ্গলবার ওবামাকেয়ার বাতিল ও নতুন স্বাস্থ্যনীতি গ্রহণের প্রস্তাবেও হারতে হয় রিপাবলিকানদের। বিবিসি।

সর্বশেষ খবর