শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

যানজটে দুর্ভোগ কমাতে চীনের ‘স্কাইট্রেন’

যানজটে জর্জরিত শহরের মানুষের ভোগান্তি কমাতে ‘স্কাইট্রেন’ তৈরি করেছে চীন। ৫১০ জন যাত্রী নিয়ে ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এ ট্রেন। দেশটির শানদং প্রদেশে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ‘স্কাইট্রেন’ চলতে শুরু করেছে। চীনের দাবি, পরীক্ষামূলক চালনা সফল হলে স্কাইট্রেনই হবে দেশটির সবচেয়ে দ্রুতগতির যান। এটি শব্দ নিয়ন্ত্রিত, আধুনিক অপারেটিং সিস্টেমে চলবে। উল্লেখ্য, ‘স্কাইট্রেন’র পরিষেবা এর আগে প্রথম শুরু হয় জার্মানিতে, তারপর জাপানে। জি নিউজ।

সর্বশেষ খবর