রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পুরো আমেরিকা ক্ষেপণাস্ত্রের আওতায় : উ. কোরিয়া

যে কোনো মুহূর্তে আমেরিকার মূল ভূখণ্ডকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধূলিস্মাৎ করে দিতে পারে উত্তর কোরিয়া। শুক্রবার গভীর রাতে নতুন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর এমনই হুঙ্কার দিলেন কিম জং। শুধু তাই নয়, এই ক্ষেপণাস্ত্রটি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় উেক্ষপণ করা যাবে বলে দাবি করেছেন উত্তর কোরিয়ার এই নেতা। মূলত গোটা বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল দেশটি। ক্ষেপণাস্ত্রের সফল উেক্ষপণে যথেষ্ট খুশি কিম। পিয়ংইয়ং সূত্রের খবর, নতুন ক্ষেপণাস্ত্রটি আরও অত্যাধুনিক। চলতি মাসে পর পর দুবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘বিপজ্জনক ও বেপরোয়া’ বলেছেন। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘এভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে বিশ্বে ত্রাসের আবহ তৈরি করছে উত্তর কোরিয়া। এ ধরনের কর্মকাণ্ডের ফলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তারা। অর্থনীতি দুর্বল হয়ে পড়বে। সে দেশের মানুষরা বঞ্চিত হবেন।’ কিমের হুঁশিয়ারিকে খুব একটা গুরুত্ব না দিলেও আমেরিকা এবং মিত্র দেশগুলো যাতে সুরক্ষিত থাকে সে দিকটা নজর রাখা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। বিবিসি।

সর্বশেষ খবর