সোমবার, ৩১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রুশ-মার্কিন সম্পর্ক উন্নয়নের তাগিদ

রাশিয়া ও আমেরিকার মধ্যে সম্পর্কের উন্নয়ন না ঘটলে সবকিছু ছিন্নভিন্ন হয়ে যাবে। নতুন পরীক্ষায় পড়বে গোটা বিশ্ব। এ মন্তব্য করেছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। মার্কিন এবিসি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রিয়াবকভ এ কথা বলেন। সাক্ষাৎকারটি শনিবার প্রচারিত হয়। রাশিয়ায় নিযুক্ত মার্কিন কূটনীতিক কমানো ও দূতাবাসের ভবন ব্যবহার বন্ধের বিষয়ে মস্কো নতুন ঘোষণা দেওয়ার পরই রিয়াবকভের সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে। রুশ ওই মন্ত্রী বলেন, কূটনীতিক বহিষ্কারের বিষয়টি দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ ছিল; মস্কোর ওপর মার্কিন নতুন নিষেধাজ্ঞা আরোপের পর পাল্টা ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর করা হলো। তিনি বলেন, সর্বশেষ ব্যবস্থা হিসেবে তার দেশ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবং মার্কিন কংগ্রেস নতুন যে নিষেধাজ্ঞা বিল পাস করেছে তা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। রিয়াবকভ বলেন, ‘আসলে এ ধরনের পাল্টাপাল্টি ব্যবস্থা নেওয়া থেকে দুই দেদশকেই বিরত থাকতে হবে এবং সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে হবে।’ পার্স টুডে।

সর্বশেষ খবর