সোমবার, ৩১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বেইজিংকে না চটাতে বললেন মোদি

বেইজিংকে না চটাতে বললেন মোদি

চীনের ক্ষোভের কারণ হয় এমন কোনো মন্তব্য না করতে ভারতের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেইজিংয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সফরের মধ্য দিয়ে দোকলাম সংকটের সমাধান সূত্র খোঁজার চেষ্টা শুরু করেছে মোদি সরকার। মোদি তার মন্ত্রিসভার সদস্য, সেনাপ্রধান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে মুখে কুলুপ আঁটতে নির্দেশ দিয়েছেন। আলোচনার মাধ্যমে সংকটের যে চেষ্টা শুরু হয়েছে তা যেন ভেস্তে না যায় সে ব্যাপারে প্রয়োজনীয় সতর্কতা নিচ্ছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অভিযোগ আছে, এর আগে সেনাপ্রধান বিপিন রাওয়াত বা প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির চীনবিরোধী মন্তব্যে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। আপাতত অজিত ডোভালকে পাঠিয়ে বরফ গলানোর প্রক্রিয়া শুরু করেছে ভারত। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিকস’র শীর্ষ বৈঠকে যোগ দিতে চীন যাওয়ার কথা। তার আগে দোকলাম থেকে সেনা প্রত্যাহার সংক্রান্ত একটি যৌথ প্রস্তাব যাতে তৈরি করা যায় তার জন্য চেষ্টা করছে নয়াদিল্লি। আনন্দবাজার অবলম্বনে।

সর্বশেষ খবর