মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

তদন্তের মুখে পাকিস্তানের সম্ভাব্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আব্বাসি

তদন্তের মুখে পাকিস্তানের সম্ভাব্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আব্বাসি

গতকাল সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার আগে পাকিস্তান-তেহরিক-ই- ইনসাফ দলের নেতা ইমরান খান—এএফপি

দলের নেতা নওয়াজ শরিফের প্রধানমন্ত্রিত্ব হারানো নিয়ে চলমান সংকটের মধ্যেই নতুন জটিলতার মুখে পড়েছে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দলটি থেকে মনোনয়ন পাওয়া প্রার্থী শহীদ খাকান আব্বাসির বিরুদ্ধেও শুরু হতে যাচ্ছে দুর্নীতি সংক্রান্ত তদন্ত। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে আব্বাসির বিরুদ্ধে ২২ হাজার কোটি রুপি দুর্নীতির তদন্ত করবে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। এনএবি’র নথির ভিত্তিতে সংবাদ মাধ্যমটি জানায়, একটি কোম্পানিকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও বিতরণের সুযোগ দিয়ে করা চুক্তিকে কেন্দ্র করে ২০১৫ সালে এনএবি মামলাটি দায়ের করেছিল। আব্বাসি এ মামলার মূল অভিযুক্ত। তিনি ছাড়াও এ মামলায় অন্য অভিযুক্তরা হলেন, সাবেক জ্বালানি সচিব আবিদ সাইদ, ইন্টার স্টে গ্যাস সিস্টেমস (আইএসজিএস) এর ব্যবস্থাপনা পরিচালক মবিন সাউলুত, বেসরকারি ফার্ম এনগ্রোর প্রধান নির্বাহী কর্মকর্তা এমরানুল হক এবং সুই সাউদার্ন গ্যাস কোম্পানির (এসএসজিসি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক জুহায়ের আহমেদ সিদ্দিকি। এনএবির তথ্য অনুযায়ী, ২০১৩ সালে এনগ্রোর সহযোগী প্রতিষ্ঠান এলেনজি টার্মিনালের সঙ্গে এলএনজি আমদানি ও বিতরণের চুক্তি করাটা পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেটরি অথরিটি (পিপিআরএ) এর বিধি ও এ সংক্রান্ত আইনের এর লঙ্ঘন। 

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী প্রার্থীর প্রশ্নে একমত হতে পারেননি বিরোধীরা : পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীকে মোকাবিলায় সর্বসম্মতভাবে একজন প্রার্থী বাছাইয়ে ব্যর্থ হয়েছে বিরোধী দলগুলো। গতকাল একক প্রার্থী বাছাইয়ে বিরোধী দলগুলোর নেতারা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। বরং প্রত্যেকটি দল থেকে আলাদা আলাদা প্রার্থীর নাম এসেছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। এ ব্যাপারে সর্বসম্মত হওয়ার প্রচেষ্টায় মঙ্গলবার বিরোধী দলগুলোর নেতাদের মধ্যে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। দলগুলোর প্রত্যেকটি আলাদা করে নিজেদের প্রার্থীর নাম উপস্থাপন করেছে এবং প্রত্যেকটি দল চাইছে নিজেদের প্রস্তাবিত ব্যক্তিকেই মনোনীত করা হোক। পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আওয়ামী মুসলিম লিগ (এএমএল) নেতা শেখ রশিদের নাম উপস্থাপন করেছে। কিন্তু পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ ছাড়া আর কোনো দল তাকে সমর্থন দেয়নি। পিপিপি প্রস্তাব করেছে খুরশীদ শাহ এবং নাভিদ কামারের নাম, মুত্তিহাদা কাওমি মুভমেন্ট প্রস্তাব করেছে কিশোয়ার জেহরার নাম এবং জামাত-ই ইসলামী (জেআই) প্রস্তাব করেছে সাহিবজাদা তরিকুল্লাহর নাম।

 

সর্বশেষ খবর