শিরোনাম
মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
ইরাক যুদ্ধ

টনি ব্লেয়ারকে বিচারের মুখোমুখি করানো যাবে না : হাই কোর্ট

টনি ব্লেয়ারকে বিচারের মুখোমুখি করানো যাবে না : হাই কোর্ট

ইরাক যুদ্ধ ইস্যুতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে বিচারের মুখোমুখি করানোর একটি উদ্যোগ নাকচ করে দিয়েছে ব্রিটেনের হাই কোর্ট। ২০০৩ সালে ইরাকে ‘আগ্রাসনসংক্রান্ত অপরাধ’ সংঘটন করেছেন এমন অভিযোগে ইরাকি জেনারেল আবদুল ওয়াহিদ শানান আল রাবাত উদ্যোগটি নিয়েছিলেন। মামলাটি সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই জানিয়ে বিচারকরা জেনারেল ওয়াহিদের আবেদনটি খারিজ করে দেন।

২০০৬ সালে হাউস অব লর্ডস এক রুলিংয়ে জানিয়েছিল, ইংল্যান্ড ও ওয়েলসের আইনের আওতায় ‘আগ্রাসনের অপরাধ’ নামে কোনো অপরাধের উল্লেখ নেই। এ রায় সুপ্রিম কোর্টের মাধ্যমে বাতিলের প্রচেষ্টায় জুডিশিয়াল রিভিউ চেয়ে লন্ডন হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইরাকি ওই জেনারেলের আইনজীবীরা। তবে হাই কোর্টের লর্ড চিফ জাস্টিস লর্ড থমাস ও জাস্টিস ওউসলে তাদের আবেদন আমলে না নিয়ে তা খারিজ করে দিয়েছেন। এতে ইরাকি জেনারেল ওয়াহিদ শানান টনি ব্লেয়ারের বিরুদ্ধে প্রাইভেট প্রসিকিউশনের যে প্রচেষ্টা গ্রহণ করেছিলেন তা বাতিল হয়ে গেল। উল্লেখ্য, ইরাক যুদ্ধে ব্রিটেন সেনাবাহিনীর ১৭৬ জন নারী-পুরুষ প্রাণ হারান। এছাড়া এ যুদ্ধে অংশগ্রহণের কারণে ব্রিটেনের ৯.৬ বিলিয়ন পাউন্ড আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর