মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মার্কিন ৭৫৫ কূটনীতিককে রাশিয়া ত্যাগের নির্দেশ

আমেরিকাকে অবশেষে বৃদ্ধাঙ্গলি দেখালো রাশিয়া। মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে মার্কিন কূটনৈতিক মিশনের ৭৫৫ জন কর্মীকে রাশিয়া ছাড়ার নির্দেশনা জারি করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কূটনৈতিক মিশনের কর্মীদের বহিষ্কারের সিদ্ধান্ত শুক্রবার নেওয়া হয়েছিল, কিন্তু পুতিন এবার তাদের সংখ্যাটি নিশ্চিত করলেন যাদের ১ সেপ্টেম্বরের মধ্যে বাধ্যতামূলকভাবে রাশিয়া ছাড়তে হবে।

এর মাধ্যমে রাশিয়ায় মার্কিন কূটনৈতিক মিশনের কর্মী সংখ্যা কমে ৪৫৫-এ দাঁড়াবে, ওয়াশিংটনে রাশিয়ার কূটনৈতিক মিশনেও একই সংখ্যক কর্মী নিয়োজিত আছেন। মার্কিন কূটনৈতিক মিশনের কর্মী বহিষ্কার ছাড়াও তাদের অবকাশযাপনের জন্য ব্যবহৃত স্থাপনাগুলো ও একটি গুদাম জব্দ করেছে রাশিয়া। মস্কোর এ সিদ্ধান্তকে ‘দুঃখজনক ও অযৌক্তিক পদক্ষেপ’ বলেছে যুক্তরাষ্ট্র।   যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘কর্মীর সংখ্যা সীমাবদ্ধ করে দেওয়ায় পরিস্থিতি কী দাঁড়াচ্ছে এবং এ বিষয়ে আমাদের পদক্ষেপ কী হবে তা পর্যালোচনা করে দেখছি আমরা।’ বিবিসি।

 

সর্বশেষ খবর