মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ভেনেজুয়েলায় সাংবিধানিক ভোট, সহিংসতায় নিহত ৯

হুগো শ্যাভেজের মৃত্যুর পর থেকেই উত্তপ্ত হয়ে উঠছে ভেনেজুয়েলা। ২৪ ঘণ্টার ব্যবধানে সেখানে সহিংসতায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। এর মধ্যে নির্বাচনের একজন প্রার্থীও আছেন। দেশটিতে সংবিধান পরিবর্তনের জন্য আইনি পরিষদ গঠনের ভোট অনুষ্ঠিত হয় রবিবার। এই পরিষদ সংবিধান সংস্কারের এখতিয়ার পাবে। এ নিয়ে দেশজুড়ে চলছে বিক্ষোভ। সরকার বিরোধীরা নির্বাচন বর্জন করেছে। তাদের বক্তব্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতা সুদৃঢ় করাই এর লক্ষ্য। আল জাজিরার খবরে বলা হয়, রবিবার রাতে থেকে ভোট গণনা শুরু হয়। এর আগে ভোটগ্রহণের সময় বাড়ানো হয় এক ঘণ্টা। গত ভেনেজুয়েলার পশ্চিমে তাচিরা রাজ্যে ১৩ ও ১৭ বছর বয়সী দুই প্রতিবাদকারীকে গুলি করে হত্যা করা হয়। সেখানে এক সেনাও গুলিতে নিহত হয়। বিবিসি।

সর্বশেষ খবর