বুধবার, ২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ইসরায়েলের বিরুদ্ধে আল-আকসার গোপন নথি চুরির অভিযোগ

ইসরায়েলের বিরুদ্ধে আল-আকসার গোপন নথি চুরির অভিযোগ

ইসরায়েল আল-আকসা মসজিদের সম্পত্তি ও ব্যবস্থাপনা সম্পর্কিত নথি ও দলিল চুরি করেছে বলে অভিযোগ উঠেছে। জেরুজালেমে মসজিদটির দেখভালকারী সংস্থা আল-কুদস ইসলামিক ওয়াকফ এই দাবি করেছে।

সংস্থাটির প্রধান হাসান খাত্তার গণমাধ্যমকে জানান, গত ১৪ জুলাই মসজিদ পার্শ্ববর্তী স্থানে গুলিতে ইসরায়েলি পুলিশের দুই সদস্য নিহত হওয়ার পর দখলদার কর্তৃপক্ষ মসজিদটি বন্ধ করে দেয়। আমাদের বিশ্বাস ওই সময়েই মসজিদটি থেকে গোপন ও গুরুত্বপূর্ণ সব তথ্যাদি সরিয়ে ফেলা হয়েছে। খাত্তারের দাবি, ওই গোপন দলিলাদির বেশিরভাগ ছিল মুসলিমদের প্রথম কেবলা আল-আকসা সম্পর্কিত ও ধর্মীয় নানা গোপনীয় তথ্যাদিতে ভরপুর।  তেলআবিব এসব তথ্যের অপব্যবহার করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এর আগে ইসরায়েলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য নিহতের পর আল-আকসা মসজিদ বন্ধ করে দেয় ইসরায়েল। এ নিয়ে ফিলিস্তিনি মুসলিমদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিভিন্ন নিরাপত্তা বেষ্টনি ও মেটাল ডিটেক্টর গেইট বসিয়ে মসজিদটি খুলে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে ৫০ বছরের নিচের কাউকে মসজিদে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়। এর জেরে এখন পর্যন্ত আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও ১ হাজার ৪০০ জন। ইসরায়েলের তরফেও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। পরে বিশ্বজুড়ে সমালোচনা ও নিন্দার মুখে মেটাল ডিটেক্টর সরিয়ে তেলআবিব আল আকসা মসজিদটি ফের খুলে দেয়। প্রেসটিভি।

সর্বশেষ খবর