বুধবার, ২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বিদেশে প্রথম সামরিক ঘাঁটি চালু করল চীন

আফ্রিকার জিবুতিতে আনুষ্ঠানিকভাবে প্রথম সামরিক ঘাঁটি চালু করেছে চীন। চীনা পিপলস লিবারেশন আর্মির ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পতাকা উড়িয়ে ঘাঁটিটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে চীনের নৌবাহিনীর উপ-কমান্ডার তিয়ান ঝং এবং জিবুতির প্রতিরক্ষামন্ত্রীসহ ৩০০-এর  বেশি মানুষ অংশ নেয়।

ভারত মহাসাগরের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত জিবুতিতে চীনের এ সামরিক ঘাঁটি নিয়ে উদ্বিগ্ন ভারত। নয়াদিল্লির আশঙ্কা, ভারত মহাসাগর এলাকায় বাংলাদেশ, মিয়ানমার ও শ্রীলঙ্কাকে নিয়ে চীনের সামরিক ও বাণিজ্যিক জোট গড়ার যে ‘স্ট্রিং অব পার্লস’ পরিকল্পনা আছে, জিবুতি হবে চীনের সেই আরেক ‘স্ট্রিং অব পার্লস’। কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত জিবুতিতে চীন গত বছর থেকেই একটি সরবরাহ ঘাঁটি তৈরি করতে শুরু করে। সিনহুয়া।

সর্বশেষ খবর