বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ব্রাজিলে প্রেসিডেন্টের বিচার প্রশ্নে কংগ্রেসে ভোট

ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া মিশেল তেমার। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এজন্য তার বিচার করা হবে কিনা— গতকাল সে ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছুতে দেশটির আইনপ্রণেতারা কংগ্রেসে ভোট দিয়েছেন। দক্ষিণ আমেরিকার বৃহত্তম রাষ্ট্রটিতে এটাই সর্বশেষ রাজনৈতিক অস্থিরতার ঘটনা।

ক্ষমতাসীন দল পিএমডিবির প্রবীণ নেতা তেমারের বিরুদ্ধে মাংস প্যাকেটকরণ প্রতিষ্ঠানের এক কর্মকর্তার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ফলে দেশের জনগণের কাছে তার জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। এএফপি।

সর্বশেষ খবর