শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বন্ধ হচ্ছে ডিভি, বৈধ অভিবাসীদের বিরুদ্ধেও অবস্থান নিচ্ছেন ট্রাম্প


বন্ধ হচ্ছে ডিভি, বৈধ অভিবাসীদের বিরুদ্ধেও অবস্থান নিচ্ছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবার মেধার ভিত্তিতে বৈধভাবেও যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার সুযোগ কমাতে যাচ্ছে। বিশেষ করে আত্মীয়তার সূত্রে দেশটিতে অভিবাসী হওয়ার পথ আরও সংকীর্ণ করতে চাইছে নতুন এই প্রশাসন। এ লক্ষ্যে মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপিত হতে যাচ্ছে। অভিবাসী বিরোধী হিসেবে ইতিমধ্যে পরিচিতি পাওয়া প্রেসিডেন্ট ট্রাম্প প্রাথমিকভাবে এর প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেছেন। বিলটি কংগ্রেসে পাস হলে লটারির মাধ্যমে ডাইভার্সিটি ভিসায় (ডিভি) যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার পথ বন্ধ হবে। সেই সঙ্গে আগামী ১০ বছরে দেশটিতে বৈধ অভিবাসনের সুযোগও ৫০ শতাংশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রস্তাবিত বিলটি তৈরি করেছেন আরকানসাসের রিপাবলিকান দলীয় সিনেটর টম কটন ও জর্জিয়ার সিনেটর ডেভিড পারডু। তবে কংগ্রেসে বাধার মুখে পড়তে পারে বিলটি। ‘রেইজ অ্যাক্ট’ নামে বিলটিতে কানাডা ও অস্ট্রেলিয়ার মতো যুক্তরাষ্ট্রেও মেধার ভিত্তিতে দক্ষদের অভিবাসনের ওপর জোরারোপ করা হয়েছে।  রয়টার্স, এনডিটিভি।

 

সর্বশেষ খবর