শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
এলিয়েন থেকে পৃথিবী রক্ষা

প্লানেটারি প্রটেকশন অফিসার পদে চাকরির অফার নাসার

এলিয়েনের অস্তিত্ব রয়েছে তা ধরে নিয়েই এবার ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এলিয়েনদের আক্রমণের হাত থেকে পৃথিবীকে সুরক্ষিত রাখতে ‘প্লানেটারি প্রটেকশন অফিসার’ নামে একটি পদে লোক নিয়োগ করতে যাচ্ছে সংস্থাটি। চাকরি লাভকারীর দায়িত্ব হবে এলিয়েনদের আক্রমণ ও দূষণ থেকে পৃথিবীকে রক্ষা করা। পূর্ণকালীন এই চাকরির বেতনও বেশ লোভনীয়, যা দাঁড়াবে বছরে ১ লাখ ৮৭ হাজার ডলার। সেই সঙ্গে রয়েছে অন্যান্য ভাতাদি। প্রাথমিকভাবে চাকরির মেয়াদ তিন বছর হলেও তা পরবর্তীতে পাঁচ বছর পর্যন্ত বর্ধিত করার সুযোগ রয়েছে। চাকরিপ্রার্থীদের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা এবং ফিজিক্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা ম্যাথমেটিক্সে উচ্চ্চতর ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে গ্রহসুরক্ষা সম্পর্কিত উচ্চতর জ্ঞানও থাকতে হবে। তবে ওই পদে আবেদনের সুযোগ কেবল মার্কিন নাগরিকদের জন্য সীমাবদ্ধ রাখা হয়েছে। দ্য ইনডিপেনডেন্ট ।

সর্বশেষ খবর