শনিবার, ৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ইমরানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি

পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে একটি বিশেষ কমিটি গঠিত হচ্ছে। দেশটির নবনির্বাচিত অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি জাতীয় পরিষদকে (পার্লামেন্ট) এ কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। গতকাল জাতীয় পরিষদে দেওয়া এক ভাষণে এ আহ্বান জানান তিনি। ওয়াজিরিস্তান থেকে নির্বাচিত পিটিআই দলের নারী সংসদ সদস্য আয়েশা গুলালাইয়ের অভিযোগ, তাদের দলের চেয়ারম্যান ইমরান খান দলটির নারী সদস্যদের উদ্দেশ্য করে প্রায়ই অশ্লীল মেসেজ পাঠান। তিনি নিজেও ইমরানের কাছ থেকে বেশ কয়েকবার এ ধরনের বার্তা পেয়েছেন। ২০১৩ সালে তিনি প্রথম ইমরানের কাছ থেকে অশ্লীল মেসেজ পেয়েছিলেন। তবে ইমরান খান এ অভিযোগ অস্বীকার করেছেন। তার দলের দাবি, ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ পিএমএল-এন ইমরানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সংসদ সদস্য আয়েশাকে কাজে লাগাচ্ছে। আগামী এক মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমাদানের জন্য সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশ দিয়েছে পার্লামেন্ট।  ডন নিউজ।

সর্বশেষ খবর