শনিবার, ৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
পাকিস্তানে নতুন মন্ত্রিসভার শপথ

পররাষ্ট্রমন্ত্রী হলেন খাজা আসিফ

পররাষ্ট্রমন্ত্রী হলেন খাজা আসিফ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির মন্ত্রিসভা গতকাল শপথ নিয়েছে। ইসলামাবাদে নতুন মন্ত্রিসভাকে শপথ পাঠ করান দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসেইন। ২৮ মন্ত্রী এবং ১৮ প্রতিমন্ত্রীর নতুন মন্ত্রিসভায় সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মন্ত্রিসভার বেশির ভাগ মন্ত্রীই ঠাঁই পেয়েছেন। আব্বাসি এবং শরিফ দীর্ঘ ছয় ঘণ্টা বৈঠকের মাধ্যমে মন্ত্রিসভার সদস্যদের নাম ও দায়িত্ব নির্ধারণ করেন। সাবেক প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর পদ ২০১৩ সাল থেকে শূন্য রয়েছে। দেশটির শেষ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিনা রাব্বানি খার এ ছাড়া, আব্বাসির মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন সাবেক পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। নওয়াজের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ইশহাক দার অর্থমন্ত্রী পদেই বহাল থাকবেন। এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে খুররম দাস্তগির খানকে। ডন নিউজ।

সর্বশেষ খবর