শিরোনাম
শনিবার, ৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বিশ্বজুড়ে মহড়ার প্রস্তুতি মার্কিন বাহিনীর

চারদিকে যুদ্ধের উত্তাপ বাড়ছেই। উত্তর কোরিয়া তো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েই বলছে এখন গোটা আমেরিকা তাদের ক্ষেপণাস্ত্রের আওতায়। এ অবস্থায় মার্কিন সেনাবাহিনী বিশ্বজুড়ে সর্বাত্মক সামরিক মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে। রাশিয়া, উত্তর কোরিয়া চীনসহ কয়েকটি দেশের হুমকি মোকাবিলায় এ পদক্ষেপ নিচ্ছে দেশটি। ইউরোপের মার্কিন বাহিনীর সামরিক মহড়া এবং অনুশীলন নির্ধারণের দায়িত্বে নিয়োজিত মার্কিন বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জন হ্যালি এ কথা জানিয়েছেন। তিনি জানান, যুদ্ধের মহড়ায় মার্কিন সামরিক বাহিনীর নয় শাখার সব কটির সেনাদের অংশ নেওয়ার ব্যবস্থা রাখায় পেন্টাগনের লক্ষ্য। ভবিষ্যতের সামরিক মহড়া কোনো সুনির্দিষ্ট অঞ্চল বা সামরিক শাখায় সীমাবদ্ধ থাকবে না। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর