রবিবার, ৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

‘সিরিয়ায় এখনো ২০০০ আইএস জঙ্গি রয়েছে’

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শক্তিশালী ঘাঁটি সিরিয়ার রাকায় এখনো প্রায় ২০০০ হাজার জঙ্গি রয়েছে। রাকা পুনর্দখলের চলমান যুদ্ধের মধ্যে এ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটের বিশেষ মার্কিন দূত ব্রেট ম্যাকগার্ক। তিনি বলেছেন, জুন মাসে আইএসবিরোধী অভিযান শুরুর পর এ পর্যন্ত রাকার প্রায় ৪৫ শতাংশ এলাকা দখলমুক্ত করতে পেরেছেন তারা। ম্যাকগার্ক আরও বলেছেন, জঙ্গিরা তাদের নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করছে। ফলে তাদের অধিকাংশই এই শহরে মারা পড়ছে। ২০১৪ সালে রাকা দখল করে আইএস। তাদের স্বঘোষিত খিলাফতের রাজধানী  ঘোষণা করে রাকাকে। এখান থেকে তারা বিশ্বব্যাপী জঙ্গি তৎপরতা পরিচালনা করে থাকে। সিরীয় ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) গত বছর নভেম্বর মাস থেকে ধীরে ধীরে রাকার দিকে অগ্রসর হচ্ছে। এ বছরের ৬ জুন তারা রাখা পুনর্দখলে অভিযান শুরু করে। বিবিসি।

সর্বশেষ খবর