রবিবার, ৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নাইডু ভারতের উপরাষ্ট্রপতি

দীপক দেবনাথ, কলকাতা

নাইডু ভারতের উপরাষ্ট্রপতি

ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোটের প্রার্থী মুপ্পাভারাপু ভেঙ্কাইয়া নাইডু (৬৮)। নির্বাচনে তিনি বিশাল ব্যবধানে পরাজিত করেছেন বিরোধী জোটের প্রার্থী পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল এবং মহাত্মা গান্ধীর নাতি গোপালকৃষ্ণ গান্ধীকে।  নির্বাচনে জয়ী হওয়ায় টুইট বার্তায় নাইডুকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সকাল ১০টা থেকে ভারতের ১৫তম উপ-রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে ভোট পড়ে ৯৮.২১ শতাংশ। ভোট গণনা শেষে ভেঙ্কাইয়া নাইডুকে বিজয়ী বলে ঘোষণা দেন উপরাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শেমসের কে.শরিফ। উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান করতে পারেন লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত ও মনোনীত সংসদ সদস্যরা। ৭৮৫ জন সংসদ সদস্যের মধ্যে ভোট দিয়েছেন ৭৭১ জন। এর মধ্যে ১১টি ভোট বাতিল করা হয়। নির্বাচনে জয় পেতে ৩৮১ ভোট লাগে। সেখানে ভেঙ্কাইয়া নাইডু পেয়েছেন ৫১৬টি ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী গোপালকৃষ্ণ গান্ধী পান ২৪৪ ভোট। ফলে ২৭২ ভোটের বড় ব্যবধানে জয় পান ভেঙ্কাইয়া নাইডু। আগামী ১১ আগস্ট নতুন উপ-রাষ্ট্রপতি পদে শপথ নেবেন নাইডু। তিনি বর্তমান উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির স্থলাভিষিক্ত হবেন যা মেয়াদ ১০ আগস্ট শেষ হচ্ছে।

সর্বশেষ খবর