রবিবার, ৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রাহুল গান্ধীর গাড়িতে হামলার ঘটনায় বিজেপি নেতা গ্রেফতার

ভারতীয় কংগ্রেস দলের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধীর গাড়িতে হামলার ঘটনায় গুজরাটের বনসকণ্ঠ জেলা বিজেপির যুব ইউনিটের সেক্রেটারিকে গ্রেফতার করা হয়েছে। বনসকণ্ঠ পুলিশ সুপার নিরাজ বাদগুজার একথা জানিয়েছেন। গ্রেফতার বিজেপি নেতা জয়েশ দর্জিই এ ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্ত বলে তিনি জানিয়েছেন। রাহুল গান্ধী শুক্রবার উত্তর গুজরাটের বনসকণ্ঠে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করতে গেলে তার গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে রাহুলের এসইউবি গাড়ির পেছনের গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। এ সময় তার নিরাপত্তায় থাকা এসপিজির (স্পেশাল প্রটেকশন গ্রুপ) একজন সদস্য আহত হন। তবে রাহুল গাড়ির সামনের আসনে বসে থাকায় অক্ষত ছিলেন। গাড়িবহরে হামলার পেছনে স্থানীয় বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের সদস্যরা দায়ী বলে দাবি করেছেন কংগ্রেসের এই নেতা। তার এ দাবির মাঝেই বিজেপির ওই নেতার গ্রেফতারের ঘটনা ঘটল।

এদিকে, রাহুলের গাড়িতে পাথর নিক্ষেপের ঘটনার নিন্দা জানিয়ে এর তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। রাজ্যের এডিশনাল ডাইরেক্টর জেনারেল অব পুলিশ মোহন জাকে তদন্তের দায়িত্ব দিয়েছে রুপানির প্রশাসন। অবশ্য দেশটির সব রাজনৈতিক দল রাহুলের গাড়িতে হামলার ঘটনার কড়া নিন্দা জানালেও প্রথম দিকে উল্টো রাহুলকেই এজন্য দোষারোপ করেছিলেন মুখ্যমন্ত্রী রুপানি। দ্য হিন্দু।

সর্বশেষ খবর