সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে মসজিদে বোমা হামলা

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ব্লুমিংটন সিটিতে একটি মসজিদে বোমা হামলার ঘটনায় স্থানীয় মুসলিম কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দার-আল ফারুক নামের ওই মসজিদে শনিবার ভোর ৫টার পর ফজরের নামাজের সময় ইমামের অফিস কক্ষে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। স্থানীয় পুলিশ বলছে, মসজিদের কাচের জানালা ভেঙে একটি বোমা ভিতরে ছুড়ে দেওয়া হলে তা বিস্ফোরিত হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এফবিআইয়ের স্পেশাল এজেন্ট রিচার্ড থমটন ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ধারণা করা হচ্ছে বোমাটি হাতে তৈরি ছিল। তদন্ত সংস্থাটির জয়েন্ট টেররিজম টাস্কফোর্স কাজ করছে। কারা, কেন এই হামলা করেছে তা উদঘাটনে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।’ হামলাকারীর তথ্য দেওয়ার জন্য মুসলিম আমেরিকান সোসাইটির পক্ষ থেকে ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। আলজাজিরা।

সর্বশেষ খবর