মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রকে সমুচিত জবাবের হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

নতুন অবরোধ ইস্যু

নিষেধাজ্ঞা আরোপের জের ধরে যুক্তরাষ্ট্রকে ‘চরম শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো এ মন্তব্য করে আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকাতেই দেশটির মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সামর্থ্য তাদের দরকার। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এক সম্মেলনে এক বিবৃতিতে দেশটির তরফে ওই হুঁশিয়ারি এলো। সেই সঙ্গে জাতিসংঘের মাধ্যমে দেশটির বিরুদ্ধে নতুন অবরোধ আরোপ করায় যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কিম জং উন সরকার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত শনিবার সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন অবরোধ আরোপ করে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর জবাবে যুক্তরাষ্ট্রের উদ্যোগে সংস্থাটি দেশটির বিরুদ্ধে এ অবরোধ আরোপ করে। বিবৃতিতে উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো বলেন, যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা গ্রহণ করলে উত্তর কোরিয়া তার কৌশলগত পারমাণবিক অস্ত্র দিয়ে দেশটিকে চরম শিক্ষা দিতে প্রস্তুত রয়েছে। তারা পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে আসবে না অর্থাৎ এ নিয়ে আলোচনায় বসবে না বলেও বিবৃতিতে বলা হয়। পিয়ংইয়ং জাতিসংঘের নতুন অবরোধকে ‘ভুয়া’ হিসেবেও আখ্যায়িত করেছে। এদিকে জাতিসংঘের সাম্প্রতিক বাণিজ্যিক অবরোধকে ‘সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছে পিয়ংইয়ং। পারমাণবিক কর্মসূচির উন্নয়ন তৎপরতা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছে দেশটি। অবরোধের পরিপ্রেক্ষিতে দেশটির পক্ষ থেকে এই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এলো। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ গতকাল এক প্রতিবেদনে এ কথা জানায়। এতে নতুন অবরোধের যথাযথ জবাব দেওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করে পিয়ংইয়ং হুঁশিয়ারি দেয়, একবার নয়, যুক্তরাষ্ট্রকে হাজারগুণ জবাব দেওয়া হবে বলে ওই হুঁশিয়ারি দেওয়া হয়। অপরদিকে, কোরীয় উপদ্বীপে বিদ্যমান উত্তেজনা প্রশমনে দেশ দুটির মধ্যকার আলোচনা পুনরায় শুরু করতে দক্ষিণ কোরিয়ার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। ইনডিপেনডেন্ট, বিবিসি।

সর্বশেষ খবর