মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তানের রাজনীতি ‘ভাইরাস’ আক্রান্ত : নওয়াজ

পাকিস্তানের রাজনীতি ‘ভাইরাস’ আক্রান্ত : নওয়াজ

পাকিস্তানের রাজনীতিতে ভয়ঙ্কর ‘ভাইরাস’ ঢুকেছে বলে মন্তব্য করেছেন দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার বক্তব্য, পাকিস্তানে নির্বাচিত কোনো প্রধানমন্ত্রীকে তার মেয়াদ পূরণ করতে দিচ্ছে না এই ভাইরাস। আর এই অবস্থা চলছে ৭০ বছর। রবিবার পাঞ্জাব হাউসে রাওয়ালপিন্ডির অফিস বিয়ারার্স ও নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। নওয়াজ বলেন, একজন নির্বাচিত প্রধানমন্ত্রী গড়ে দেড় বছর ক্ষমতায় থেকেছেন। অন্যদিকে সামরিক স্বৈরশাসকরা গড়ে ৯ বছর করে ক্ষমতা ধরে রেখেছিলেন। উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে গত ২৮ জুলাই তাকে অযোগ্য ঘোষণা করে  দেশটির সর্বোচ্চ আদালত। এরপরই তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এর আগেও নওয়াজ শরিফ দুইবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু কোনো বারই মেয়াদ পূর্ণ করতে পারেননি। প্রথমবার দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেছিলেন আর দ্বিতীয়বার সেনাবাহিনী তাকে ক্ষমতা থেকে হটিয়ে দেয়। ডন।

সর্বশেষ খবর