বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

গণমাধ্যমের চাপে হাঁপিয়ে উঠেছিলেন ডায়ানা

গণমাধ্যমের চাপে হাঁপিয়ে উঠেছিলেন ডায়ানা

পাপারাজ্জিদের ‘অত্যাচার’ ও ব্রিটেনের পত্রিকাগুলোতে ডায়ানাকে নিয়ে ছাপা বিতর্কিত খবর ও রাজপরিবারের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন প্রিন্সেস ডায়ানা। এ বক্তব্য প্রিন্সেস ডায়ানার ছোট ভাই চার্লস স্পেন্সার। ভাই হিসেবে বোনের ওই দুর্বিষহ সময়গুলো ভালোই উপলব্ধি করেছিলেন স্পেন্সার। তাইতো ডায়ানার অন্যতম একটি প্রিয় জায়গা পড়াশোনার ঘরে বসেই ডায়ানার মৃত্যুর পর একটি লেখা লিখেছিলেন। যেটি ডায়ানার অন্ত্যেষ্টি অনুষ্ঠানে পাঠ করেছিলেন। ১৯৯৭-এ ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ডায়ানার অন্ত্যেষ্টি অনুষ্ঠানে পাঠ করা লেখাটি মূলত বড় বোনকে নিয়ে তার নিখাদ আবেগের প্রকাশ ঘটে। যেখানে তিনি বলেন, কীভাবে সংবাদমাধ্যম ও রাজপরিবারের চাপে শেষের দিনগুলোয় হাঁপিয়ে উঠছিলেন ডায়ানা। সেই অনুষ্ঠানে দাঁড়িয়েই তিনি কথা দিয়েছিলেন, প্রিন্স উইলিয়াম ও হ্যারির দায়িত্ব নেবেন ডায়ানার ‘রক্তের সম্পর্কের আত্মীয়রাই’। ডায়ানার মৃত্যুর ২০ বছর বাদে ব্রিটিশ সংবাদমাধ্যম এবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই কথাগুলো বলেন। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমার তাই মনে হয়েছিল, ওর অন্ত্যেষ্টিতেও সেই প্রসঙ্গটা সবার সামনে তুলে ধরা প্রয়োজন।’ ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ডায়ানার অন্ত্যেষ্টি অনুষ্ঠানে মা হারা উইলিয়াম ও হ্যারির দায়িত্ব নেওয়ার ‘প্রস্তাব’ দিয়েছিলেন স্পেন্সার। স্পেন্সার বলেছেন, ‘সেদিন আমি যা যা বলেছিলাম তার প্রতিটা কথা সত্যি ছিল। সেই জন্য রাজপরিবারের কেউ বা স্বয়ং রানী তাতে আপত্তি করেননি? স্পেন্সারের বক্তব্য, ‘আমার খুব পরিচিত একজন রানীকে প্রশ্ন করেছিলেন, আপনার এ ব্যাপারে কিছু বলার আছে?’ তাতে রানী বলেন, এটা ওর বোনের শেষকৃত্য। সে যা মনে করে তা বলার সম্পূর্ণ অধিকার তার রয়েছে।’ দ্য সান।

সর্বশেষ খবর