বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

উত্তর কোরিয়ার ওপর অবরোধে ক্ষতি চীনের

উত্তর কোরিয়ার ওপর আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি ক্ষতি হবে দেশটির ঘনিষ্ঠ মিত্র চীনের। পিয়ংইয়ংয়ের সঙ্গে ব্যাপক বাণিজ্যিক সম্পর্ক থাকার কারণেই তাদের এ মাশুল গুনতে হবে। তবে এরপরও চীন জাতিসংঘের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সবসময় কাজ করে যাবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি সোমবার ম্যানিলায় এ কথা বলেছেন। শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। গতকাল  চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চীন ও বিশ্ব সম্প্রদায় উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার যে বিরোধী নতুন নিষেধাজ্ঞা সেটাই দেখিয়েছে। তিনি বলেন, ঐতিহ্যগতভাবে উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকায় নিষেধাজ্ঞা আরোপে প্রধানত চীনকেই মূল্য গুনতে হবে। তবে উত্তর কোরিয়ার সাধারণ নাগরিক ও দেশটির সঙ্গে সাধারণ বাণিজ্যে নিষেধাজ্ঞার প্রভাব পড়া উচিত নয়। এএফপি।

সর্বশেষ খবর