বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

গুলালাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

গুলালাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকারী আয়েশা গুলালাই এবার নিজেই বিপদে পড়েছেন। দেশটির জাতীয় পরিষদের এই সদস্যের এক সময়কার ব্যক্তিগত সচিব নূর জামান তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে গুলালাই ও তার বাবা শামসুল কাইয়ুম ঘুষ নিয়েছেন বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে জাতীয় জবাবদিহিতা ব্যুরো ও খাইবার পাখতুনখোয়া এহতাসাব কমিশনের দ্বারস্থ হবেন বলে সোমবার পেশোয়ার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন। আয়েশা গুলালাই গত সপ্তাহে পিটিআই থেকে পদত্যাগ করে দাবি করেন যে, দলটির প্রধান ইমরান খান দলটির নারী সদস্যদের অশ্লীল ক্ষুদে বার্তা পাঠিয়ে থাকেন। তিনি নিজেও এ ধরনের বার্তা পেয়েছেন। এ নিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে হইচই পড়ে যায়। দেশটির জাতীয় পরিষদও এ অভিযোগ তদন্তে বিশেষ কমিটি গঠন করেছেন। বিদ্যমান এ অবস্থার মধ্যেই এবার গুলালাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হলো। সংবাদ সম্মেলনে নূর জামান দাবি করেন, পিটিআইয়ের সাবেক ওই নেত্রী ও তার বাবা সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঘুষ নিয়েছেন। ব্যক্তিগত সচিব ছিলেন বিধায় এ ব্যাপারে তার হাতে অনেক তথ্য-প্রমাণও রয়েছে যা তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশ করবেন। ডন নিউজ।

সর্বশেষ খবর