শিরোনাম
বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
জনমত জরিপ

উ. কোরিয়ায় হামলা সমর্থন করেন অধিকাংশ মার্কিনি

উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে আমেরিকানদের সমর্থন বাড়ছে বলে এক জনমত জরিপে দেখা গেছে। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ আমেরিকানের মত, দেশটি যদি দক্ষিণ কোরিয়ায় হামলা চালায় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উচিত হবে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করা। ‘শিকাগো কাউন্সিল অব গ্লোবাল অ্যাফেয়ার্স’ নামে একটি সংগঠন জরিপটি চালায়। উত্তর কোরিয়া সম্প্রতি বেশ কয়েকটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়েছে। এ অবস্থায় দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে গত ৫ আগস্ট জাতিসংঘ যুক্তরাষ্ট্রের উদ্যোগে নতুন অবরোধ আরোপ করেছে। জরিপে দেখা যায়, ৬২ শতাংশ আমেরিকান উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের পক্ষে মত দিয়েছেন। দুই বছর আগে তা ছিল ৪৭ শতাংশ। তবে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ঠেকাতে দেশটির বিরুদ্ধে আগাম সামরিক ব্যবস্থা গ্রহণের ব্যাপারে মার্কিনীদের সমর্থন কম। সামগ্রিকভাবে মাত্র ২৮ শতাংশ আমেরিকান সেনা পাঠিয়ে দেশটির পরমাণু স্থাপনাগুলো ধ্বংসের পক্ষে মত দিয়েছেন। আর ৪০ শতাংশ  আমেরিকান উত্তর কোরিয়ার পরমাণু স্থাপনাগুলোতে বিমান হামলা চালানোর পক্ষে মতামত ব্যক্ত করেছেন। জরিপে আরও বলা হয়, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি মোকাবিলায় অবরোধ খুব একটা কাজ না করলেও ৭৬ শতাংশ মার্কিনির এতে সমর্থন রয়েছে।  রাশিয়া টুডে।

সর্বশেষ খবর