বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

চীনে ভূমিকম্পে নিহত ১৯

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪৭ জন। মৃতদের মধ্যে ছয়জন পর্যটক রয়েছেন। মঙ্গলবার রাতে ৭ দশমিক শূন্য মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। গতকাল দেশটির প্রাদেশিক সরকার ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, সিচুয়ানের গুয়ানগিয়ুয়ান শহর থেকে ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। সিচুয়ানের ভূমিকম্প প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্রটি ছিল নগাওয়া এলাকায়। এলাকাটি জনপ্রিয় পর্যটন গন্তব্য জুঝাইগু সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলের নিকটবর্তী। ভূমিকম্পের পর ভূমিধসে জুঝাইগুতে ১০০ পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছে সিচুয়ানের প্রাদেশিক সরকার।  বিবিসি, আলজাজিরা। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর