শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ভারতে মুসলিমরা নিরাপত্তাহীনতায় ভুগছেন : হামিদ আনসারি

ভারতে মুসলমানদের মধ্যে নিরাপত্তাহীনতা ও ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস-প্রেসিডেন্ট হামিদ আনসারি। ভাইস-প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে রাজ্যসভা টিভিকে দেওয়া শেষ সাক্ষাত্কারে তিনি ওই মন্তব্য করেন। ভাইস-প্রেসিডেন্ট হিসেবে গতকাল তার মেয়াদ শেষ হয়েছে। গতকালই তার ওই মন্তব্য গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। ভারতের বিভিন্ন স্থানে গণপিটুনিতে মৃত্যু, নজরদারি, গো-হত্যায় নিষেধাজ্ঞা ও ঘর ওয়াপসির মতো ঘটনা এ অসহনশীলতার কারণে ঘটছে বলে মনে করেন উপরাষ্ট্রপতি। সাক্ষাত্কারে হামিদ আনসারি বলেন, এর ফলে আজ ভারতীয় মূল্যবোধ টুকরো টুকরো হয়ে যাচ্ছে। দেশে আইনের শাসন জারি করার ক্ষমতাও আর প্রশাসনের নেই। আনসারি আরও বলেন, ‘ভারতের মাটিতে শতাব্দীর পর  শতাব্দী বহু মতকে সম্মান করে সমাজে বসবাস করে এসেছি আমরা। সমাজে এতদিন একটা গ্রহণযোগ্যতার পরিবেশ ছিল। এখন তা সংকটের মুখে পড়েছে।’

সর্বশেষ খবর