শনিবার, ১২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দোকলামের পাশের গ্রামের মানুষকে সরতে বলল ভারতীয় সেনাবাহিনী

দোকলামের পাশের গ্রামের মানুষকে সরতে বলল ভারতীয় সেনাবাহিনী

ভারত-ভুটান ও চীনের সংযোগস্থল দোকলাম মালভূমির কাছে অবস্থিত এক গ্রামের বাসিন্দাদের গ্রাম ত্যাগের নির্দেশ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। দোকলাম নিয়ে মাস দুয়েক ধরে চীন ও ভারতের মধ্যে সৃষ্টি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতির। অঞ্চলটিতে মুখোমুখি অবস্থায় রয়েছে ভারত ও চীনের সৈন্যরা। এমন অবস্থায় গ্রামবাসীকে গ্রাম ত্যাগের নির্দেশ দেওয়া হলো। ভারতীয় নিউজ১৮-র খবরে বলা হয়, দোকলামের পার্শ্ববর্তী নাথাং গ্রামের কয়েকশ মানুষকে গ্রাম ত্যাগের নির্দেশ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তবে ওই গ্রাম ভারতীয় সেনাবাহিনীর ৩৩ কর্পের হাজার হাজার সৈন্যের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করার জন্য এ নির্দেশ দেওয়া হয়েছে, নাকি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটলে তাতে যেন বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা এড়াতে দেওয়া হয়েছে, এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। দোকলাম নিয়ে বেশ কয়েকবার ভারতকে হুমকি দিয়েছে চীন। আর এমতাবস্থায় ভারতের এমন পদক্ষেপের তাৎপর্য ব্যাপক। এদিকে জি নিউজের খবর অনুসারে, ৯ আগস্ট চীনের রাষ্ট্রপরিচালিত পত্রিকা গ্লোবাল টাইমসের এক সম্পাদকীয়তে ভারতকে সতর্ক করে বলা হয়েছে, যুদ্ধের জন্য সময় গোনা শুরু হয়ে গেছে। ভারতের উচিত হুঁশে ফিরে আসা ও দোকলাম থেকে সৈন্য সরিয়ে নেওয়া। চীনের কথা, এ অবস্থার একটি শান্তিময় সমাধানের পথ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এ ছাড়াও, চীনের বার্তা সংস্থা জিনহুয়া ও অন্যান্য গণমাধ্যমে এই অবস্থা নিয়ে প্রকাশ হয়েছে আরও বেশ কয়েকটি লেখা।

সর্বশেষ খবর