শনিবার, ১২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ নিরাপত্তার হুমকি : চীন

দক্ষিণ চীন সাগরে মার্কিন মিসাইল ডেস্ট্রয়ার জন এস ম্যাককেইনের প্রবেশকে চীন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে। যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডকে উসকানিমূলক আখ্যায়িত কমরছে তারা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। মার্কিন ডেস্ট্রয়ার জন এস ম্যাককেইন বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগরে চীনের নানশা দ্বীপপুঞ্জের খুব কাছাকাছি চলে আসে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দেশটির অনুমতি ছাড়াই নেভিগেশন ফ্রিডমের অজুহাত দেখিয়ে যুক্তরাষ্ট্র এমন তৎপরতা চালায়।

পরে মার্কিন ডেস্ট্রয়ারটিকে হুঁশিয়ারি দিয়ে সংশ্লিষ্ট এলাকা ত্যাগের আহ্বান জানানো হয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং ওই বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের ওই তৎপরতায় তার দেশ খুবই নাখোশ। বিষয়টি তারা মার্কিন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন। চায়না ডেইলি।

সর্বশেষ খবর