সোমবার, ১৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

উত্তর কোরিয়া ইস্যুতে একসঙ্গে কাজ করতে সম্মত ট্রাম্প-শি-ম্যাক্রোঁ

কোরীয় উপদ্বীপে উত্তেজনা

উত্তর কোরিয়া ইস্যুতে একসঙ্গে কাজ করতে সম্মত ট্রাম্প-শি-ম্যাক্রোঁ

ডোনাল্ড ট্রাম্প - ম্যাক্রোঁ - শি জিনপিং

উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং উস্কানিমূলক কর্মকাণ্ড ও কথাবার্তার পরিপ্রেক্ষিতে কোরীয় উপদ্বীপে সৃষ্ট সংকট মোকাবিলায় একত্রে কাজ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন ও ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের বরাত দিয়ে হোয়াইট হাউস এক বিবৃতিতে একথা জানিয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মার্কিন সময় শনিবার এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। উত্তর কোরিয়া গত মাসে দুটি আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালায়। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে দেশটি দাবি করে। এর পরিপ্রেক্ষিতে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনা আরও মারাত্মক আকার ধারণ করে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির রাশ টেনে ধরতে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল সর্বসম্মতিক্রমে দেশটির বিরুদ্ধে গত ৫ আগস্ট অর্থনৈতিক অবরোধ আরোপ করে। এ অবরোধের পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া আরও ক্ষিপ্ত হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া জবাবের হুঁশিয়ারি দেয়। হুমকি-পাল্টা হুমকি এবং উভয়পক্ষের বাকযুদ্ধে কোরীয় উপদ্বীপের মারাত্মক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। কোরীয় উপদ্বীপে বিদ্যমান উত্তেজনা হ্রাসে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া উভয়পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ইস্যুতে সৃষ্ট এ উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের স্বার্থেই দরকার বলেও ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি জানিয়েছেন। উত্তর কোরিয়ার সমস্যার যথাযথ সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে তার দেশ সম্পূর্ণরূপে প্রস্তুত বলেও শি ট্রাম্পকে জানিয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না ডেইলি একথা জানায়। হোয়াইট হাউস ট্রাম্প ও এমানুয়েল ম্যাক্রোঁর মধ্যকার ফোনালাপ প্রসঙ্গে এক বিবৃতিতে জানায়, ‘উত্তর কোরিয়ার অস্থিতিশীল ও উত্তেজিত আচরণের পরিপ্রেক্ষিতে অঞ্চলটিতে ক্রমবর্ধমান বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলার প্রয়োজনীয়তা নিয়ে এ দুই নেতা আলোচনা করেছেন। ’বিবিসি, রাশিয়া টুডে।

সর্বশেষ খবর