সোমবার, ১৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৮ সেনাসহ নিহত ১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৮ সেনাসহ নিহত ১৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের একটি বাসস্টেশনের কাছে সামরিক ট্রাক লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় আট সেনাসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শনিবারের এ ঘটনায় আরও ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।  জঙ্গি সংগঠন আইএস এর দায় স্বীকার করেছে। একই সঙ্গে গোষ্ঠীটি দাবি করেছে, তাদের একজন আত্মঘাতী  মোটরসাইকেল আরোহীর চালানো হামলাটিতে পাকিস্তান সেনাবাহিনীর ১৮ সদস্য নিহত হয়েছেন। প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, আধাসামরিক বাহিনীর একটি টহল দল সড়ক দিয়ে যাওয়ার সময় হামলাটি চালানো হয়। নিরাপত্তা বাহিনীর ওই দলটি এ হামলার লক্ষ্য ছিল বলে ধারণার কথা জানান তিনি। সরফরাজ বলেন, ‘এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ওই হামলায় ১৫ জনের মৃত্যু এবং কমপক্ষে ৪০ জনের আহত হওয়ার খরব জানতে পেরেছি আমরা।’ এ হামলার পর শহরে জরুরি অবস্থা জারির পাশাপাশি সব হাসপাতালকে ‘সতর্কাবস্থায়’ রাখা হয়েছে বলেও জানান তিনি। কোয়েটা শহরের বোমা নিষ্ক্রিয়কারী শাখার প্রধান আসলাম তারিন সংবাদমাধ্যম ডনকে বলেন, হামলায় প্রায় ২৫ থেকে ৩০  কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। দ্য ডন।

সর্বশেষ খবর