সোমবার, ১৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

চ্যালেঞ্জের মুখে কুলসুম নওয়াজের প্রার্থিতা

চ্যালেঞ্জের মুখে কুলসুম নওয়াজের প্রার্থিতা

পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শূন্য আসনে উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেন তার স্ত্রী কুলসুম নওয়াজ। তবে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, দলীয় পরিচয়ে  মুসলিম লীগ (নওয়াজ) থাকায় কুলসুমের প্রার্থিতা চ্যালেঞ্জের মুখে পড়েছে। সমপ্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট থেকে অযোগ্য ঘোষণার পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন নওয়াজ। আগামী ১৭ সেপ্টেম্বর লাহোরের ওই আসনটিতে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন বা ইসিতে জমা দেওয়া কুলসুমের মনোনয়নপত্রকে চ্যালেঞ্জ করে এক আইনজীবী পিটিশন দায়ের করেছেন। অ্যাডভোকেট সরফরাজ নামের আইনজীবী পিটিশনে বলেন, অযোগ্য ব্যক্তির নামে যে দল, সেখান থেকে কেউ প্রার্থী হতে পারবে না।

সর্বশেষ খবর