সোমবার, ১৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বিদেশে সামরিক তৎপরতা বাড়াচ্ছে ইরান

ক্ষেপণাস্ত্র কর্মসূচি সমপ্রসারণ এবং দেশের বাইরে বিদেশে সামরিক তৎপরতা বাড়াতে ৫০ কোটি ডলারের একটি বিলে একচেটিয়া সমর্থন দিয়েছেন ইরানের এমপিরা। বিলটি পাসের সময় এমপিরা আমেরিকা নিপাত যাক বলে স্লোগান দেন। ইরানের সংসদের স্পিকার আলি লারিজানি বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার সন্ত্রাসী তৎপরতার জবাব দিতে এ পদক্ষেপ। জানুয়ারিতে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর আমেরিকা জুলাই মাসে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তার পাল্টা পদক্ষেপ হিসাবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণের পদক্ষেপ নিচ্ছে ইরান। বিলটিতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক এবং গোয়েন্দা তৎপরতার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা রয়েছে। বিবিসি বাংলা।

সর্বশেষ খবর