শিরোনাম
মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

যুদ্ধ এড়াতে মার্কিন সহযোগিতা চাইল দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকির পরিপ্রেক্ষিতে কোরীয় উপদ্বীপে সৃষ্ট উত্তেজনা থেকে যুদ্ধ এড়াতে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল দক্ষিণ কোরিয়া। কূটনৈতিকভাবেই কোরীয় উপদ্বীপের বিদ্যমান সমস্যার সমাধান আনতে হবে বলেও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুন জা-ইন। সিউল সফররত যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।  সেইসঙ্গে অঞ্চলটিতে বিরাজমান পরিস্থিতি যাতে আর খারাপের দিকে না যায় সেজন্য সব ধরনের উসকানিমূলক তৎপরতা ও বক্তৃতা থেকে বিরত থাকার জন্য উত্তর কোরিয়ার সরকারের প্রতিও আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মুন। উত্তর কোরিয়া গত মাসে দুটি আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালায়। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে দেশটি দাবি করে। এর পরিপ্রেক্ষিতে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনা আরও মারাত্মক আকার ধারণ করে। এ অবস্থায় কূটনৈতিক উপায়ে বিদ্যমান সংকটের সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাল দক্ষিণ কোরিয়া। এর আগে গত শনিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিও এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়াকে উত্তেজনা প্রশমনে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন। বিবিসি

সর্বশেষ খবর